তড়িঘড়ি করে দুই আইন পাস করাতে চায় সরকার — ফখরুলের উদ্বেগ

অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—সরকার সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও সংশ্লিষ্ট আরেকটি আইন দ্রুত পাস করানোর চেষ্টা করছে।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাসের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, যা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে।’
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সমীচীন নয়। এসব আইন পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যমে পাস করাই যথাযথ হবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব সরকারকে এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ আরিফ







