টপ নিউজ
“মজলুম থেকে জালিম হইয়েন না”— যুব উপদেষ্টার বার্তা
ভিওডি বাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফ্যাসিবাদের মতো বোঝা নিজের ওপর না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে জালিম বা অত্যাচারী না হওয়ার অনুরোধ করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মজলুম থেকে জালিম হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।”
তবে কোন প্রেক্ষিতে এই বক্তব্য দিয়েছেন, তা তিনি বিস্তারিত জানাননি।
পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্যে বলছেন—সম্প্রতি বাউলদের ওপর হামলা এবং শুক্রবার রাজধানীতে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে নাশকতামূলক হামলার প্রেক্ষিতেই উপদেষ্টার এই স্ট্যাটাস দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ





