• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৫, ১২:০২ পি.এম.
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-সাবেক অধিনায়ক তামিম ইকবাল -ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জনমনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া জানিয়েছেন দেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল।

শনিবার  (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, “বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন-এটাই আশা। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।”

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন। গত রোববার রাত ৮টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সিসিইউতে তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ