বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দুয়ায় বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দুয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কেন্দুয়া পৌরসভার দিগদাইর-আরামবাগ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুখ,মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খোকুমনি,
যুবনেতা রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হানিফ খান পাঠান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাওণ খন্দকার জুয়েল, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমানুল হক সিয়ামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







