• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ১২:২৬ পি.এম.
মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এ এম এম নাসির উদ্দিন-  ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো ভালো ছিল না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত। তিনি বলেন, “পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। আগেও চুরি ও ছিনতাই হয়েছে, কিন্তু তা বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি এখন আরও ভালো হবে।”

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান।

সিইসি আরও বলেন, “গণভোট সংক্রান্ত প্রচারণা এখনও শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে ব্যাপক প্রচারণা চালাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। মক ভোটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে ভোটাররা ভোট প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাবেন এবং দুই ব্যালটে কত সময় লাগছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ
মাইলস্টোন ট্রাজেডি ৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ