• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোনালী অতিত ক্লাব' মাদারীপুরের কমিটি অনুমোদন

মাদারীপুর প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত 'সোনালী অতিত ক্লাব' মাদারীপুরের কমিটি অনুমোদন পাওয়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে মাদারীপুর স্টেডিয়াম মাঠে কেক কাটার মধ্য দিয়ে নতুন এই কমিটির শুভসূচনা করা হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ গন্যমান্যরা উপস্থিত ছিলেন। 

পরে সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলায় ৪০ থেকে ৫০ ঊর্ধ্ব খেলোয়াড়রা অংশ নেন। পরিনিত হয় এক মিলন মেলায়। পুরো ৪০ মিনিটের খেলায় আনন্দ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা সহ দর্শকরাও। 

খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী অতিত ক্লাবের মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মজিবর রহমান হাওলাদার এতে সভাপতিত্ব করেন।

এ সময় মজিবর রহমান হাওলাদার বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে কমিটির যাত্রা শুরু করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়ে এই সোনালী অতিত ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই। তিনি বলেন, আজকের খেলা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। এই আনন্দ ধরে রাখার জন্য অচিরেই আমরা টুর্নামেন্টের আয়োজন করবো। সেখানে সবার অংশগ্রহনে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেটা দেখে সবাই অনেক উপভোগ করবে বলে আমি আশা করছি।

উল্লেখ্য, ২৩ নভেম্বর মোঃ মজিবর রহমান হাওলাদারকে আহ্বায়ক ও মোঃ আসাদুর রহমান শাহাজাদাকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ১২ সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল