• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

এবি পার্টি চায় বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শনিবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তার দ্রুত, পূর্ণ রোগমুক্তি কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ প্রতিকূলতা ও চাপের মধ্যেও তার দৃঢ় নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তাদের মতে, তার সুস্থতা শুধুমাত্র দলের জন্য নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক অগ্রগতি ও মানবিক মূল্যবোধ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষমতার ট্রানজিশনাল পর্যায়ে তার অভিজ্ঞ নেতৃত্ব জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবি পার্টি নেতারা আল্লাহর নিকট তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং জানান, তার চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করাও সরকারের নৈতিক দায়িত্ব।

নেতৃবৃন্দ বেগম জিয়ার পরিবার, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দেশের সকল নাগরিককে তার সুস্থতা ও দ্রুত স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের জন্য দোয়া করতে আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
রহমাতুল্লাহ যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের