• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০১:২৯ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করার আশা করা হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, “গণভোট নিয়ে এখনও প্রচারণা শুরু হয়নি। সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। যদিও মাঝে মাঝে ছুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মক ভোটিংয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করে সিইসি বলেন, “নির্বাচনের আইডিয়াল পরিবেশ কেমন হওয়া উচিত তা বোঝার জন্য এবং ভোটের প্রক্রিয়া জনগণের সঙ্গে পরিচয় করানোর জন্য এই মক ভোটিং আয়োজিত হয়েছে। একইসঙ্গে দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে তা যাচাই করা হচ্ছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
জাতীয় সংসদ নির্বাচন এবার কোটিপতি প্রার্থী ৮৯১ জন: টিআইবি
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী
২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন ১৯৮১ প্রার্থী