• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের এমপি প্রার্থীর নির্বাচনী সমাবেশে জনতার ঢল

কুষ্টিয়া প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে বিশাল গণ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন।

শনিবার (২৯শে নভেম্বর) সকাল ১১ টার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে উপজেলার তরুন মোড় থেকে শুরু করে খোকন মোড়, হল বাজার, গনমোড় ও বাসস্ট্যান্ড হয়ে কুমারখালী পৌর টার্মিনালে এসে গণ মিছিল শেষ হয়।

গণমিছিল শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন। কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরো  বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, কুমারখালী পৌর আমীর এ্যাড: রবিউল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য আফজাল হোসাইন বলেন,  আমরা জান্নাতের টিকিট বিক্রি করিনা। আমরা ক্ষমতায় আসলে কুমারখালী - খোকসা উপজেলা হবে চাঁদাবাজ মুক্ত। নির্বাচনে কেউ অনিয়মের কথা ভাবলে তাদের কে প্রতিহত করা হবে। আগামী দিনে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত ইসলামীর পক্ষে দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে।

গনমিছিলে উপজেলার ১১টি  ইউনিয়নর ও কুমারখালী পৌরসভার জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল