‘নূর’ সিনেমার টিজারে শুভ-ঐশীর আবেগঘন উপস্থিতি

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নূর’। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত এই রোমান্টিক ড্রামাটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।

শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের টিজারটি প্রকাশের পরই দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। টিজারের শুরুতে দেখা যায়-প্রধান চরিত্র শুভ তার প্রিয় মানুষকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। অন্ধকার পরিবেশে তাকে হতভম্ব অবস্থায় দেখা গেলেও, কিছুক্ষণ পর ফ্ল্যাশব্যাকে উঠে আসে শুভ-ঐশীর গভীর ভালোবাসার স্মৃতি।
‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২’ এবং ‘ব্ল্যাক ওয়ার’-এর পর শুভ-ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা। তিন বছর আগে নির্মাণ শেষ হলেও মুক্তির জন্য অপেক্ষায় ছিল ছবিটি।
পরিচালক রায়হান রাফীর মতে, ‘নূর’ দর্শকদের সামনে প্রেম ও বিচ্ছেদের এক ভিন্নতর আবেগঘন গল্প উপস্থাপন করবে।
ভিওডি বাংলা/জা







