• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুদু

তারেক রহমানের দেশে ফেরা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:২২ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ভিওডি বাংলা

তারেক রহমান দেশে কখন আসবেন,এই সিদ্ধান্ত তার ওপরেই ছেড়ে দেয়া হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,গতকাল সারারাত দেশের মানুষ জেগে ছিল,নামাজ পড়ছিল।কারন তাদের নেত্রী খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে।

দুদু বলেন,মওলানা ভাসানীর প্রতি খালেদা জিয়া যে শ্রদ্ধা দেখিয়েছিলেন,সে কারনে ৯ টি বছর রাজপথে গনতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন। আমরা তখন তার সঙ্গে ছিলাম। ফলে আজ কিন্তু গনতন্ত্র ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন,জাতীয়তাবাদী নেতৃত্বের এখন নেতা কিন্তু একজনই,সেটা হলো তারেক রহমান।এখন অনেকে প্রশ্ন করতে পারে,তিনি কেন দেশে আসছেন না?আমি বলবো,এটা তার উপর ছেড়ে দেন।জাতীয়-আন্তর্জাতিকভাবে কিন্তু নানা ষড়যন্ত্র কাজ করছে,সেটা মাথায় রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ অবস্থাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না : গোলাম পরওয়ার
এ অবস্থাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না : গোলাম পরওয়ার
নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী
জামায়াত আমির নির্বাচন এলে যারা তসবিহ হাতে ঘোরে, তারাই ধর্মব্যবসায়ী
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ
২০ দল নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ