টাঙ্গাইলে সরকারি খাসজমি দখল করে ঘর নির্মাণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা বাজারে সরকারি খাসজমি দখল করে রাতের আঁধারে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে স্থানীয় প্রভাবশালী একটি মহল কোনো ধরনের অনুমোদন ছাড়াই অন্তত ৩০ জন শ্রমিক নিয়ে দ্রুতগতিতে ওই ঘর তুলে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বাজারের পাশের সরকারি এই খাসজমিটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাট-বাজারে যাতায়াতের জন্য এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ পথ। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার রাতে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সাকের আলীর সহযোগিতায় প্রভাবশালী মহলটি গোপনে টিনশেড ঘর নির্মাণ করে বলে দাবি করেন তারা। এতে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সরেজমিনে দেখা যায়, মাটিকাটা বাজারের দখলকৃত জায়গাটিতে সিমেন্টের খুঁটির ওপর টিনশেডের কাঠামো দাঁড় করানো হয়েছে। চারপাশে দখলের চিহ্ন স্পষ্ট, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, যাদের দ্বারা ঘর নির্মাণ করা হয়েছে তাদের বংশের একজন ঢাকায় উচ্চপদস্থ চাকরিতে আছেন। তার প্রভাব খাটিয়েই সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে এই দখলবাজি করা হয়েছে বলে অভিযোগ তাদের।
অভিযোগ প্রসঙ্গে নিকরাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সাকের আলী জানান, তিনি ঘটনাস্থলেই ছিলেন। এর আগে ঘর না তুলতে নিষেধ করেছিনে। তিনি ঘর নির্মাণে যোগসাজশের অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, সরকারি জায়গায় দখল করে ঘর তোলার কোনো সুযোগ নেই। কেউ সরকারি জমি দখল করে স্থাপনা তুললে তা আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে।
দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি জমি দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ পুনরুদ্ধার করার দাবি জানান এলাকাবাসী
ভিওডি বাংলা/ এমএইচ







