• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে দোয়া মাহফিল

নীলফামারী প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির চেয়ারপারসন ও তিন-তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর দুইটায় শহরের শহীদ ডাঃ জিকরুল রোডে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-(০৪) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, সৈয়দপুর উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, বিএনপি র নেতা অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, মহিলাদল,তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে আপোষহীন। গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণ প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন। তারপরও কখনো দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেনো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে আসনে।”


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল