টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগ মুক্তিতে হাজার হাজার মানুষের মোনাজাত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে টাঙ্গাইলের ঘাটাইলে খোলা ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাবেক মন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদের উদ্যোগে ঘাটাইল গণ পাইলট সরকারি হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দীর্ঘক্ষন মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন নারী পুরুষ সহ হাজার হাজার মানুষ।
দোয়া মাহফিল শেষে সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের মনোনয়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় বহিরাগত বয়কট, বয়কট শ্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিল। এসময় বিক্ষোভ কারিরা জানান যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ঘাটাইলের সন্তান না। ঘাটাইলের সন্তান সাবেক মন্ত্রী ও চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়নের দেয়ার দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাইনুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







