ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যাকাণ্ড
সেচ্ছাসেবক দল নেতা দিলীপসহ ৭ জনকে আসামি করে মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত সাদ্দামের পিতা মস্তু মিয়া বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় শহরের কান্দিপাড়া এলাকার দেলোয়ার হোসেন দিলীপ, বাবুল, পলাশ, সাদিল মিয়া, টিটন, বাপ্পা ও কাজল মিয়াসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও অজ্ঞাত ৫–৭ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, সন্ধ্যায় নিহত সাদ্দামের ময়নাতদন্ত শেষে তার মরদেহ এলাকায় পৌঁছালে পরিবার ও এলাকাবাসী কান্দিপাড়ায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা সদর থানার সামনে অবস্থান নিয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই—অপরাধী যে-ই হোক, দ্রুত গ্রেফতার করা হবে।”
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় লায়ন শাকিল ও তার অনুসারীরা দিলীপ গ্রুপের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত সাদ্দামের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। তাদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করা হয়েছে।
সাদ্দামের বাবা মস্তু মিয়া বলেন, “কান্দিপাড়ায় সেদিন রাতে কান্দিপাড়া দুই ছেলেকে মেরে আহত হয়। সেই ভয়ের সুযোগ নিয়ে আমার ছেলেকে দিলীপ হত্যার টার্গেট করে।
এ বিষয়ে তদন্ত করে জানা যায় ওই দুই ছেলে ব্রাহ্মণবাড়িয়া ফারুকী বাজারের চাউল ব্যবসায়ী সেলিম মিয়ার ছেলে রবিন ও রিপন তাদের কাছ ২ লক্ষ ৩০ হাজার টাকা ১ টি হুন্ডার নিয়ে যায় স্বেচ্ছাসেবক দলের নেতা তারা দুই ভাই বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
ভিওডি বাংলা/ এমএইচ







