• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ শতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গাী (গাজীপুর) প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিল গেইট এলাকায় হামীম গ্রুপের একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন।  প্রধানত নারী শ্রমিকরা আক্রান্ত হন। কারখানার ৫ তলার ফ্লোরে একে একে শ্রমিকরা মেঝেতে পড়ে যান, অনেকের মুখ থেকে লালা বের হতে শুরু করে।

শনিবার (২৯ নভেম্বর) বেলা দুইটার দিকে কারখানার ৫ তলার ফ্লোরে এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে কারখানায় এক শ্রমিক স্ট্রোকে মারা যাওয়ার ঘটনা ঘটে, পাশাপাশি ভূমিকম্প আতঙ্কও বিরাজ করছিল সব সময়। এসব ঘটনায় হয়ত এমন অবস্থা হয়েছে। শ্রমিকরা কেন এমনভাবে অজ্ঞান হয়ে পড়েছেন এর কোনো কারণ চিকিৎসক বা কারখানা কর্তৃপক্ষ কেউ বলতে পারেননি। জ্ঞানহারা রোগীদের ভিড়ে হাসপাতালের বারান্দা ভরে যায়। চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

জানা যায়, কারখানা কর্তৃপক্ষ দ্রুত আহতদের নিজস্ব গাড়িযোগে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালগুলোতে নিয়ে যান। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক আহত মানুষের ভিড়ে হাসপাতাল ভরে যায়। ঘটনার খবর শুনে হাজার হাজার মানুষ টঙ্গী হাসপাতালে ছুটে আসেন স্বজনদের খোঁজ নিতে। কান্নাকাটি শুরু হয় টঙ্গী সরকারি হাসপাতাল জুড়ে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশীদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয় বা আতঙ্কের কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান জানান, আতঙ্ক ও ভয়ের কারণে এমন ঘটনা সাধারণত ঘটে। হাসপাতালে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং ১২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “এ পরিস্থিতি আতঙ্কজনিত। আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং আজকের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম