• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

খালেদা জিয়ার অসুস্থতার জন্য সরকারের নীতি দায়ী: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পি.এম.
ঝিনাইদহে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বর্তমান সরকারের নীতিকেই দায়ী করেছেন তিনি। তাঁর দাবি, খালেদা জিয়াকে বারবার কারাগারে পাঠিয়ে “তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
তিনি অভিযোগ করেন, দেশে খালেদা জিয়ার প্রতি মানুষের সমর্থন থাকলেও “হাসিনা আজ পলাতক” এবং তার হয়ে কথা বলার মতো কাউকেই নাকি “হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না।”

শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, বেগম খালেদা জিয়া “সার্বভৌমত্বের প্রতীক” এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পথপ্রদর্শক। তাঁর ভাষায়, “সরকার, আওয়ামী লীগ ও ভারতীয় চক্রান্তের পরেও” বেগম জিয়া দেশ ছাড়েননি। তিনি আরও দাবি করেন, দেশে এখন আর শেখ হাসিনার নাম নেওয়ার মতো কেউ নেই।

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের কাজ ছিল সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু সরকার “বিদেশিদের খুশি করতে বন্দরের পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দিচ্ছে,” যা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

সরকারের উপদেষ্টাদেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, তারা কমিশন বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, এসব উপদেষ্টার দুর্নীতি তদন্ত করা হবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে। ভবিষ্যতে লুটপাট ও দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।

এর আগে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে জোড়াদহ বাজারে গণসংযোগে অংশ নেন রাশেদ খাঁন। এসময় জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
রহমাতুল্লাহ যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের