খালেদা জিয়া হেঁটে কারাগারে ঢুকলেন, ফিরলেন হুইলচেয়ারে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, ‘খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের চেষ্টা চালিয়েছেন।’ খালেদা জিয়ার শারীরিক অবনতি নিয়ে গতকাল থেকে উদ্বেগজনক তথ্য আসছে উল্লেখ করে তিনি বলেন, এত হুমকি–ধমকি ও ষড়যন্ত্রের মধ্যেও খালেদা জিয়া দেশ ছাড়েননি।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই মাসের গণ–অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
রিজভী বলেন, ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছিল। টেলিভিশনে দেখলাম, তিনি হেঁটে কারাগারে ঢুকলেন, কিন্তু ফিরলেন হুইলচেয়ারে। শেখ হাসিনা তাকে ছাড়েননি। ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছেন।’
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপার্সনকে 'পথের কাঁটা' মনে করে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে।
এসময় ড. মুহাম্মদ ইউনূসকে উল্লেখ করে রিজভী বলেন, ‘তিনি গুণী মানুষ। এখন দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার বড় দায়িত্ব। মানুষ যেন ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারে—এ নিশ্চয়তা দিতে হবে।’
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৫ আসনে দলীয় প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য জাহেদুল করিম রনি বক্তব্য দেন।
ভিওডি বাংলা/ আরিফ







