• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে এবিএম মঞ্জুরুল আলম দুলাল এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম মিয়া বিজয়ী হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রটি পরিদর্শন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

নির্বাচনে সহ-সভাপতি পদে এবিএম মঞ্জুরুল আলম দুলাল ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আব্দুর রউফ হিটু পান ২৭৯ ভোট এবং আব্দুল ওয়াহাব পান ৯১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন পান ২১৮ ভোট। এছাড়া কাজী আব্দুল কুদ্দুস বাবু ১৫০, হালিম তালুকদার ওরফে জাহাঙ্গীর ৮৮, মো. এজাজ আহম্মেদ ৮৩ এবং মো. নজরুল ইসলাম গাজী ৪৯ ভোট পান। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন, মো. আব্দুর রাজ্জাক মিয়া (৩৬২ ভোট), আঞ্জুমান আরা বেগম (৩৫৬ ভোট), মেহেদী হাসান রনি (৩৩৪), মো. হাবিব শেখ (৩২৮ ভোট), কাজী আরাফাত হোসেন জিসান (৩২৭ ভোট)।

সাতটি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আজীবন সদস্য ১ হাজার ১৪৬ জনের মধ্যে ৮৭৯ জন ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান এবং ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু। প্রিজাইডিং অফিসার ছিলেন তছলিম আরিফ বিশ্বাস।

প্রধান নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাজবাড়ী ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজীবন সদস্যদের উপস্থিতি এবং ভোটগ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সবাই আন্তরিক ছিলেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পেরে আমরা সন্তুষ্ট।”

নবনির্বাচিত সহ-সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, “আজীবন সদস্যরা আমাকে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছেন, তা আমি সম্মান করছি। রাজবাড়ীতে রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে নির্বাচনে জয়ী এবং পরাজিত সকলকে নিয়ে আগামী তিন বছর নিষ্ঠার সঙ্গে কাজ করবো। দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার।”


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল