• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা :ফারুক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা  লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন ,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা।

তিনি আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী তার কথা আজ জনগণের কথা জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন, আল্লাহ তা'আলা যেন তাকে সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন-আমিন।

রোববার (৩০ নভেম্বর) জামান টাওয়ার কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা, নিজস্ব কার্যালয়ে ন্যাশনাল লেবার পার্টি ঢাকা মহানগর  কর্তৃক আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন 

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি তৃতীয় বিশ্ব ও ইসলামী বিশ্বের মহান নেতা জননন্দিত রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা খ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মনি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মাতা, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী গণতন্ত্রের মা স্বনির্ভর বাংলাদেশের রূপকার ইতিহাসের পাতায় স্বেচ্ছায় কারাবরণকারী,বেগম খালেদা জিয়া তার অক্লান্ত পরিশ্রম তীক্ষ্ণ ধিশক্তি এবং সৃজনমুখী সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে উচ্ছাসন গড়ে তুলেছেন তা তার নিজের অর্জন; যেকোনো জনসভায় তার কথা শোনার জন্য যে হাজার হাজার লোকের সমাগম হয় তা তার আন্তরিক উষ্ণতার নিয়ন্ত্রণ। 

রাজপথ থেকে নিয়ম তান্ত্রিক আন্দোলনের অর্জন করা পথে অগ্রসর হয়ে তিনি পৌঁছে গেছেন জনতার মনের দুয়ার পর্যন্ত, তার ঘোষণায় নেই কোন প্রকার প্রতিহিংসার অশুভ সংকেত। রাজনীতিতে তিনি রূপান্তরিত করতে চেয়েছেন জনকল্যাণমুখী আদর্শবাদী এক পরিশিলিত সামাজিক কর্মকান্ডে। এসব কারণেই  বেগম খালেদা জিয়া আজ হয়ে উঠেছেন জনতার নেত্রী তার কথা আজ জনগণের কথা জনতার স্লোগান তিনিই ধারণ করেছেন , আল্লাহ তা'আলা যেন তাকে সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন-আমিন।

আলোচনা ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন  দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা,ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ আনিসুর রহমান।
উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুয়েল রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম খোকন, মোঃ আখতারুজ্জামান।

দোয়া মাহফিলে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম   বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমান, আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের শান্তি-শৃংখলার  জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
রহমাতুল্লাহ যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের