পেটিসে তেলাপোকা
ব্রাহ্মণবাড়িয়ার শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে শাহী বেকারিকে (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্রদের জন্য টিএ রোডের মেসার্স শাহী বেকারি থেকে ক্রয় করা পেটিসে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে বেকারিটির খাদ্য প্রস্তুত প্রক্রিয়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও অরক্ষিত পাওয়া যায় এবং যত্রতত্র তেলাপোকার বিচরণ লক্ষ্য করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মোছলেহ উদ্দিনকে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের দায়ে সর্বমোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে অভিযোগের ভিত্তিতে ৪০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ার কারণে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী আরোপিত ৪০ হাজার টাকা জরিমানার ২৫ শতাংশ (১০ হাজার টাকা) তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে।
খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার নির্দেশ প্রদান করা হয়। একই ধরনের অনিয়ম ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ভিওডি বাংলা/ এমএইচ







