• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাগর-রুনি হত্যা:

তদন্ত প্রতিবেদন জমার নতুন দিন ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
সাগর-রুনি-ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২২তম বারের মতো সময় পেল তদন্ত সংস্থা।

রোববার (৩০ নভেম্বর) প্রতিবেদন জমার নির্ধারিত দিন হয়েছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার পুলিশ উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলার তদন্ত দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তরের নির্দেশ দেন এবং ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেন। তবে নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন জমা হয়নি।

পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ তদন্তে অগ্রগতির কথা উল্লেখ করে ৯ মাস সময় চাইলে আদালত গত ২২ এপ্রিল ৬ মাস সময় মঞ্জুর করেন। এরপর ২২ অক্টোবর আদেশের জন্য তারিখ দেওয়া হলেও টাস্কফোর্স প্রতিবেদন জমা দিতে পারেনি।

সবশেষ গত ২৩ অক্টোবর হাইকোর্ট তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও শেষবারের মতো ৬ মাস সময় দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি