• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোনায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নেত্রকোণা প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপির সার্বিক আয়োজনে আজ বাদ জোহর কুড়পার বায়তুন নুর হাফেজিয়া এতিম খানায়  এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনে বিএনপির মনোনীত প্রার্থী  অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর  সভাপতিত্বে  অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতী দল ওলামা দল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক  বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তিনি সুস্থ থাকলেই দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।" তিনি আরও বলেন, "আমরা নেত্রীকে সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরে পেতে চাই। এজন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করতে হবে এবং একই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।" 

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল