• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন মেরী জোবাইদা

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পি.এম.
নিউইয়র্ক সিটির ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬’-এর প্রার্থী বাংলাদেশের সন্তান মেরী জোবাইদা-ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোরান মামদানীর ছেড়ে যাওয়া ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬’-এর গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। শুক্রবার (২৮ নভেম্বর) সিটির এস্টোরিয়ায় স্টেইট সিনেটর জন লু আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানান, যা তার নির্বাচনে জয়ের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

সিনেটর জন লু বলেন, “নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরী জোবাইদার মতো একজন অভিবাসী অ্যাসেম্বলিওম্যানের প্রয়োজন।” তিনি ভোটারদেরও জোবাইদাকে সমর্থন করার আহ্বান জানান।

ডিস্ট্রিক্ট ৩৬ অত্যন্ত আলোচিত, কারণ এর অ্যাসেম্বলিম্যান ছিলেন নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। মেরী জোবাইদা এই আসনে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন, যেখানে তিনি স্থানীয় অভিবাসী ভোটারদের মধ্যে বিশেষ উদ্দীপনা তৈরি করেছেন।

২০০১ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসা জোবাইদা কমিউনিটি হেলথ আউটরিচ, পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি নির্বাচনি প্রতিশ্রুতিতে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকার আশ্বাস দিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি
ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি
ইরানের স্বাধীনতা আসন্ন : রেজা পাহলভি
ইরানের স্বাধীনতা আসন্ন : রেজা পাহলভি