মাদারীপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মাদারীপুরে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জনকন্ঠের জেলা প্রতিনিধি সুবল বিশ্বাস, ডিবিসির জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাগর হোসেন তামিম, বাংলাভিশন টিভির জেলা জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, সকালের সময় পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এস এম আরাফাত হাসান, দৈনিক নিরপেক্ষ ও ভিওডি বাংলার জেলা প্রতিনিধি মহিবুল আহসান লিমন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারি পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন।
পুলিশ সুপার হিসেবে মাদারীপুরে গতকাল (২৯ নভেম্বর) শনিবার যোগদান করেন মোঃ এহতেশামুল হক। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
ভিওডি বাংলা/ এমএইচ







