ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে বার্ষিক পরীক্ষা বন্ধ, শিক্ষকরা কর্মবিরতিতে

ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের শিক্ষকরা চার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। এর অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকরা দাবি করছেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেতন-ভাতা উন্নীত করতে হবে।
সোমবার (১ ডিসেম্বর) চার দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এর অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
শিক্ষকরা রোববারও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের চার দাবির মধ্যে প্রধান হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেতন-ভাতা বৃদ্ধি।
শিক্ষকরা জানিয়েছেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে কর্মসূচি চলবে।
ভিওডি বাংলা/জা






