• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাপোড়ায় ছরায় রাতভর মাটি উত্তোলনে এলাকাবাসীর ক্ষোভ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপোড়া মীর পাড়ায় ছরায় (ছরা) অবৈধভাবে রাতভর বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। সিকদার বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশের ছরা এবং মসজিদের পূর্ব পাশের আরেকটি স্থানে প্রতিদিন নিয়মিতভাবে এই কার্যক্রম চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, রাত আটটার পর থেকে ভোর পর্যন্ত ওপেন ডাম্পার দিয়ে মাটি তোলা হয়। রাতের অন্ধকারে মেশিন চালিয়ে ছরার তলদেশ থেকে বালি কেটে নেওয়া হয় এবং দিনের বেলায় বেন্সা দিয়ে বালি তোলা হয়।

স্থানীয়রা বলেন, “সারা রাত ডাম্পারের শব্দ, মেশিনের আওয়াজে আমরা বিরক্ত। ছরার দুই পাশে গাছের ব্রিজের নিচে এবং জোৎস্না মাস্টার বাড়ির সামনেও একই অবস্থা। প্রশাসনের নজরদারি না থাকায় তারা অবাধে বালি নিয়ে যাচ্ছে।”

এভাবে ছরার তলদেশ কেটে নেওয়ায় আশঙ্কা করা হচ্ছে এলাকার ব্রিজ ও ঘরবাড়ি ঝুঁকির মুখে পড়তে পারে, বর্ষায় পানি প্রবাহ ব্যাহত হয়ে বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে

পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল