খালেদা জিয়ার আরোগ্য কামনায় বাঁশখালীতে দোয়া অনুষ্ঠিত

চট্টগ্রামে বাঁশখালী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ নভেম্বর) বাদে মাগরিব সরকারি আলাওল কলেজের হল রুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা খালিদ বিন আবদুল্লাহ জিহান, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মোহাম্মদ তারেক, বাহাদুর আলম, আতিকুর রহমান, রিয়াজ উদ্দিন তারেক, মঈনুদ্দীন যায়েদ, রিয়াদুল ইসলাম রিফাত, শাহেদ তালুকদার, ইমরান হোসেন শাকিল, আবু তালেব, মোহাম্মদ আসিফ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, যুগ্ম সম্পাদক ফাহিম, যুগ্ম সম্পাদক মিশকাতুল ইসলাম, সরকারি আলাওল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক সম্রাট, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ জাহেদ, সাইফুল, আবু বক্কর, শাকিল, উপজেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন রিফাত, নুরুন্নবী, মোস্তফা, জামাল উদ্দিন, সাগর, মহিউদ্দিন, শফিউল আলম, সাইমুন ইসলাম, মুরাদ, শামীম আকবর রানা, আলী ইসলাম ও পারভেজ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুস সবুর।
ভিওডি বাংলা/ এমএইচ







