• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

প্রতিবন্ধী বিদ্যালয়

শিক্ষকদের লংমার্চ টু যমুনায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পি.এম.
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

সারা দেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) বেলা ২টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনার অভিমুখে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করলে কদম ফোয়ারা স্থানে পুলিশের বাধার সম্মুখীন হন তাঁরা।

এতে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক। সেখানেই তাঁরা কিছুক্ষণ অবস্থান নিয়ে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে তাঁদের দাবি জানান। এ সময় শিক্ষকদের মধ্য থেকে ৮ সদস্যের একটি টিম যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে যান।

আট সদস্য হলেন—বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সহসভাপতি সুরুজ্জামান, বরিশাল জেলার সভাপতি জীবন কৃষ্ণ সাহা, ময়মনসিংহ সমন্বয়ক এম এ সালাম, রংপুরের আসাদুজ্জামান, এ এইচ এম সালেহ বেলাল, আনোয়ার হোসেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রিমা খাতুন বলেন, আজকে ৩৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের পাঁচ দাবির কথা উল্লেখ করে তিনি জানান, সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত সুনিশ্চিত করতে হবে ও প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করা; শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা এবং ছাত্র-ছাত্রীদের ভকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদের কোটা অনুযায়ী চাকরি সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘এ সকল যৌক্তিক সিদ্ধান্ত সরকারকে মেনে নিতে হবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাব না।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
চকবাজারে আবাসিক ভবনে আগুন
চকবাজারে আবাসিক ভবনে আগুন
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড
মোহাম্মদপুরে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড