• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

দ্রুততর মাল্টিক্লাউড সেবা চালু করল অ্যামাজন ও গুগল

ভিওডি বাংলা ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্টারনেট ব্যবহারে সামান্য বাধাও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে-এমন বাস্তবতায় দ্রুততর ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে নতুন মাল্টিক্লাউড নেটওয়ার্কিং সেবা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ও গুগল।

রোববার এক যৌথ বিবৃতিতে দুই প্রতিষ্ঠান জানায়, গ্রাহকের বাড়তি চাহিদা তাদের এই উদ্যোগ নিতে উৎসাহ দিয়েছে। নতুন এই সেবার মাধ্যমে ব্যবসায়িক গ্রাহকেরা মাত্র কয়েক মিনিটে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) এবং গুগল ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে ব্যক্তিগত, উচ্চগতির সংযোগ স্থাপন করতে পারবেন-যেখানে আগে সময় লাগত সপ্তাহব্যাপী।

গত ২০ অক্টোবর এডব্লিউএস-এ বড় ধরনের বিভ্রাটের পরই নতুন সেবার ঘোষণা এল। ওই বিভ্রাটে বিশ্বের হাজারো ওয়েবসাইট ও জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাট ও রেডিট কয়েক ঘণ্টা অচল ছিল। বিশ্লেষক প্রতিষ্ঠান পরামিত্রিক্সের তথ্য অনুযায়ী, এতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ক্ষতি দাঁড়ায় ৫০ কোটি থেকে ৬৫ কোটি ডলার।

সংযোগের নির্ভরযোগ্যতা বাড়াতে অ্যামাজনের ‘ইন্টারকানেক্ট-মাল্টিক্লাউড’ প্রযুক্তিকে গুগলের ‘ক্রস-ক্লাউড ইন্টারকানেক্ট’-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে দুই ক্লাউড প্ল্যাটফর্মের নেটওয়ার্ক আরও সমন্বিতভাবে কাজ করবে এবং ডেটা ও অ্যাপ্লিকেশন স্থানান্তর হবে নির্বিঘ্নে।

এডব্লিউএস নেটওয়ার্ক সেবার সহ-সভাপতি রবার্ট কেনেডি বলেন, “এডব্লিউএস ও গুগল ক্লাউডের এই সহযোগিতা মাল্টিক্লাউড সংযোগে বড় পরিবর্তন আনবে।”

গুগল ক্লাউড নেটওয়ার্কিং বিভাগের সহ-সভাপতি রব এন্স বলেন, “দুই ক্লাউড প্ল্যাটফর্মের মধ্যে তথ্য আদান–প্রদান এখন আগের তুলনায় আরও দ্রুত ও নিরাপদ হবে।”

গুগল ক্লাউড জানায়, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা সফটওয়্যার নির্মাতা সেলসফোর্স ইতিমধ্যে এই সেবা ব্যবহার শুরু করেছে।

বর্তমানে ক্লাউড সেবাদাতাদের মধ্যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস শীর্ষে, এরপর মাইক্রোসফট অ্যাজিউর ও গুগল ক্লাউড। বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহার, ভিডিও স্ট্রিমিং, অনলাইন ব্যবসা ও এআই–নির্ভর সেবার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি কোম্পানিগুলো নেটওয়ার্ক অবকাঠামোতে বড় বিনিয়োগ করছে। শুধু চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই অ্যামাজনের ক্লাউড ব্যবসার আয় ছিল ৩৩ বিলিয়ন ডলার-যা গুগল ক্লাউডের আয়ের দ্বিগুণেরও বেশি।

বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি কমাতে ও ডেটা ব্যবস্থাপনায় নমনীয়তা বাড়াতে মাল্টিক্লাউড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। অ্যামাজন-গুগলের নতুন এই উদ্যোগ ভবিষ্যতের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার
১০টি ভুল যা বারবার নষ্ট করে আপনার ফোনের চার্জার
ভবিষ্যতে ফোন-কম্পিউটারের প্রয়োজন কি থাকবে না?
ভবিষ্যতে ফোন-কম্পিউটারের প্রয়োজন কি থাকবে না?