সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ জানিয়েছেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান। তিনি বলেন, “আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরায়েল এখনও সেই সমাধানটি মেনে নেয়নি। তবে এটিকেই একমাত্র সমাধান হিসেবে দেখি।”
তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও পুনরায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ভ্যাটিকানের অবস্থান নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে ন্যায়সঙ্গত সমাধানের জন্য মধ্যস্থতা করতে চাই।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পক্ষের সমর্থনের বিরোধিতা করেছেন।
পোপ লিও তুরস্ক সফরের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে একযোগে রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যতকে বিপন্ন করছে।
এছাড়া, চলতি বছরের শুরুর দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন পোপ। তিনি তুরস্কের ধর্মীয় সহাবস্থানের উদাহরণ তুলে ধরে বলেছেন, “বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করতে পারে। এটাই সেই উদাহরণ, যা আমরা বিশ্বজুড়ে দেখতে চাই।”
মঙ্গলবার পর্যন্ত লেবাননে অবস্থান করবেন পোপ লিও, এরপর রোম ফিরে যাবেন।
সূত্র: এএফপি
ভিওডি বাংলা/জা







