ব্রিসবেন টেস্টের আগে অজি শিবিরে সুখবর: উসমান খাজা ফিট

পার্থ টেস্টে একাদশে থাকা সত্ত্বেও মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি উসমান খাজা। তবে ব্রিসবেন টেস্টের আগে অজি শিবিরে সুখবর এসেছে -পিঠের ব্যথা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই অজি ওপেনার।
রোববার (৩০ নভেম্বর) ফিজিওথেরাপি ও হালকা ফিল্ডিং করার পর আউটফিল্ডে খাজার গতি পরীক্ষা করেন অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফ। সোমবার দলের দিবা-রাত্রির সেশনে ৩০ মিনিট ব্যাট করার আগে দৌড় এবং স্ট্রেচিং অনুশীলন সম্পন্ন করেন খাজা। নেট সেশনের সময় তিনি শুধুমাত্র সহকারী কোচ মাইকেল ডি ভেনুটোর বলের মোকাবিলা করেন।
২০২৩ সালের অ্যাশেজের পর থেকে খাজার ব্যাটিং গড় মাত্র ৩১.৮৪। ৪৫ ইনিংসে একটি সেঞ্চুরি করেছেন। সম্প্রতি ওপেনিংয়ে নেমে ট্রাভিস হেডের দারুণ পারফরম্যান্স তার জায়গা প্রশ্নের মুখে ফেললেও ৮৫ টেস্ট খেলা খাজার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
ব্রিসবেন টেস্ট স্কোয়াড (অস্ট্রেলিয়া):
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার।
ভিওডি বাংলা/জা







