গোয়ায় প্রি-ওয়েডিং ফটোশুটে চলন্ত গাড়ির ছাদে ঝুঁকিপূর্ণ কাণ্ড

বিয়ের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে অনেক বর-কনে অভিনব আয়োজন করেন। কিন্তু কখনও কখনও সেই অভিনবত্বই পরিণত হয় বিপজ্জনক ঘটনায়। ভারতের গোয়ায় সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত কালো এসইউভির ছাদে শুয়ে রয়েছেন তরুণী, আর গাড়ির বনেটে শুয়ে আছেন তরুণ। কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এভাবে ঝুঁকিপূর্ণ ভঙ্গিতে অবস্থান করছিল তারা।
পথচারীরা আতঙ্কিত হয়ে এক পর্যায়ে গাড়ি থামিয়ে যুগল ও আলোকচিত্রশিল্পীকে শাসন করেন। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।
অনেকেই মন্তব্য করেছেন, আজকাল বিয়ের আয়োজনের জাঁকজমক এতটাই বেড়ে গেছে যে মানুষ নিজেদের নিরাপত্তা ভুলে যান। কেউ লিখেছেন, ছবি বা ভিডিওর জন্য মানুষ সব ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত।
অন্য একজন বলেন, ‘প্রাণ গেলেও যেন ছবি ভালো আসে’-এটাই যেন এখনকার মানসিকতা। পুলিশ এখনো এ বিষয়ে কোনো পদক্ষেপ নি। তবে ভিডিওটি আবারও প্রশ্ন তুলেছে-প্রি-ওয়েডিং ফটোশুটের নামে ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ ট্রেন্ড কি তরুণ সমাজকে ভুল বার্তা দিচ্ছে?
সূত্র: আনন্দবাজার
ভিওডি বাংলা/জা






