• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রজ্ঞাপন জারি

সরকারি তালিকায় ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ খালেদা জিয়া

ভিওডি বাংলা ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবি

 বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস্তব পরিবেশ পরিবর্তন আনতে সময়, প্রচেষ্টা ও স্থিতিশীলতা প্রয়োজন
রিজওয়ানা হাসান বাস্তব পরিবেশ পরিবর্তন আনতে সময়, প্রচেষ্টা ও স্থিতিশীলতা প্রয়োজন
পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
আ.লীগের জনপ্রিয়তা জরিপ নিয়ে প্রশ্ন তুললেন প্রেস সচিব
আ.লীগের জনপ্রিয়তা জরিপ নিয়ে প্রশ্ন তুললেন প্রেস সচিব