• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

বেতন বৈষম্য দূরীকরণ, ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।  তাদের দাবি-বেতন বৈষম্য দূরীকরণ, ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা। টানা আশ্বাসের পরও কোনো প্রজ্ঞাপন না আসায় তারা চতুর্থ দিন ধরে কর্মবিরতি পালন করছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মূল গেটে তারা অবস্থান করেন। এসময় অন্তত পাঁচ শতাধিক স্বাস্থ্য সহকারীকে অংশ নিতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের বেতন বৈষম্য, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ন্যায্য দাবি মানতে কর্তৃপক্ষের টালবাহানা আর সহ্য করতে রাজি নন তারা। আন্দোলনকারীদের ভাষায়, ২৭ বছর ধরে আশ্বাসে বেঁধে রাখা হয়েছে, এবার আর ফিরে যাওয়া নয়। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি মেনে নেওয়া ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই।
 
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও কার্যকর কিছুই করেননি।

‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করার সরকারি আদেশ জারি না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না,’ বলেন তিনি।

স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যার ফলে সময়মতো টিকা না পেয়ে অসংখ্য মা ও শিশু ভোগান্তিতে পড়ছেন। আন্দোলনকারীরা বলেন, তাদের কাজের কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে টিকাদানের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এ প্রসঙ্গে আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য সহকারীরা কখনোই প্রান্তিক জনগোষ্ঠীর টিকাসেবা বন্ধ করতে চাননি। বরং কর্মকর্তাদের অবহেলা ও বৈষম্যের কারণেই তারা কর্মবিরতিতে বাধ্য হয়েছেন।

‘যদি দেশের মা-শিশুর টিকা ঝুঁকিতে পড়ে, তার দায় আমাদের নয়। দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের,’ বলেন মঞ্জুরুল ইসলাম।

আন্দোলনকারীরা মনে করিয়ে দেন, তাদের হাতেই বাংলাদেশ বিশ্বে টিকাদানের রোল মডেল হয়েছে। নবজাতক থেকে কিশোর-সব বয়সের শিশুদের হাম-রুবেলা, পোলিও, কোভিড, জরায়ুমুখ ক্যান্সার (এইচপিভি), টাইফয়েড (টিসিভি)-সব ধরনের টিকা মাঠপর্যায়ে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সহকারীরাই। গুটি বসন্ত নির্মূল, পোলিও দমন, মাতৃ-শিশু মৃত্যুহার কমানো-এসব সাফল্যের পেছনেও অবদান তাদের।

‘আমাদের কাজেই দেশের গড় আয়ু বেড়েছে, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সম্মান পেয়েছে কিন্তু আজও আমরা বৈষম্যের শিকার,’ অভিযোগ করেন আন্দোলনকারীরা।  

তাদের ৬ দফা দাবি-

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. প্রশিক্ষণ ছাড়াই স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।
৫. বেতন স্কেল পুনর্নির্ধারণে টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান স্বীকৃতি দেওয়া।

এর আগে গত অক্টোবরে একই দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন স্বাস্থ্য সহকারীরা। আশ্বাসের কারণে আন্দোলন স্থগিত হলেও দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় তারা পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২
গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি ৪১০
গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি ৪১০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু