• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা নিয়োগবিধি বাস্তবায়ন, পদোন্নতি ও বেতন বৈষম্য দূরীকরণসহ বেশ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার(২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কয়েক ঘণ্টা ধরে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা চাকরির স্থায়িত্ব, পদোন্নতি ও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। ফলে মাঠপর্যায়ের কর্মীরা অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করছেন।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন,
“আমরা বছরের পর বছর ধরে স্বল্প সুযোগ-সুবিধায় জনগণের সেবা দিয়ে আসছি। কিন্তু নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় আমাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।”
এসময় তারা উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান এবং কর্মীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মীরা অংশ নেন।

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির জেলা সমন্বয়ক সোলতানুল আনিম চৌধুরী বলেন, 'সারাদেশে আমরা ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। অথচ রাজস্ব খাতে চাকরি থাকা সত্ত্বেও আমাদের কোনো পদোন্নতি নেই।'

সমিতির সাধারণ সম্পাদক ছরওয়ার আলম বলেন, 'আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত হলেও এখনো নিয়োগবিধি নেই। ফলে বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত।'

পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির বাঁশখালী উপজেলা সভাপতি মনির উদ্দিন চৌধুরী বলেন, 'চাকরিতে যোগদানের পর থেকে এ পর্যন্ত আমরা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তবুও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি—নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন। দাবি আদায় না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।'

এদিকে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালন এবং উপজেলার নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবার কল্যাণ সহকারীরা। পাশাপাশি আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও তারা বর্জন করবেন।

চলমান আন্দোলনের বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, কর্মীদের দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সমাধানের জন্য প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
আখাউড়ায় ভুয়া ‘ডাক্তার’ সেজে প্রতারণা
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল
রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের ইন্তেকাল