খালেদা জিয়ার আরোগ্য কামনায় জাতীয় প্রেসক্লাবের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ মাহফিল করেছে জাতীয় প্রেস ক্লাব। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ মিলাদ অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া।
কবি হাসান হাফিজ বলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের কক্ষ আধুনিকায়ন এবং লিফ্ট ব্যতীত সব উন্নয়নের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে। এ ক্লাবে বেগম খালেদা জিয়াকে যারা অসম্মানিত করেছিল তাদের বিরুদ্ধে বর্তমান কমিটি ব্যবস্থা নিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে সৈয়দ আবদাল আহমেদ বলেন, জাতীয় প্রেস ক্লাবের জমি, ভবনসহ ক্লাবকে আধুনিকায়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় বাজেটের অন্তর্ভুক্ত করেছিলেন। আগা খান ক্লাবকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। এ খবর শুনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জাতীয় প্রেসক্লাব হবে রাষ্ট্রীয় টাকায়। তিনি আগা খানের অনুদান ফেরত দিতে বলেছিলেন। এরপর বেগম খালেদা জিয়া সরকার গঠন করলে ক্লাবের ভবন ও মিলনায়তন করে দিয়েছেন।
বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কাদের গনি চৌধুরী বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপণ্য। কোনো চিকিৎসা বিজ্ঞান নয় একমাত্র মানুষের দোয়ায় মহান আল্লাহ তাকে ফিরিয়ে দিতে পারেন। তিনি (খালেদা জিয়া) কোনো ভুল ত্রুটি করে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন কাদের গণি চৌধুরী।
অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক ও বর্তমান কর্মকর্তা ছাড়াও সদস্যগণ মিলাদে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। রোববার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেয়া হয়।
ভিওডি বাংলা/ এমএম






