• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায়

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর কলেজ মসজিদে আয়োজিত এ মিলাদ মাহফিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল।

উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা: সাকি মো:জাকিউল আলম,অধ্যাপক ডা: আইনুল ইসলাম খান,অধ্যাপক ডা: রেহান উদ্দিন খান,অধ্যাপক ডা:মো:নূরুজ্জামান খসরু,সহ:অধ্যাপক ডা: মির্জা গোলাম সরোয়ার মুন,সহ:অধ্যাপক ডা:আব্দুর রহমান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা:শেখ তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা: ইমরান হোসেন, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব ও খোন্দকার সিফাত উল হকের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা এসময় উপস্থিত ছিলেন। 

পাশাপাশি সোহরাওয়ার্দী মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও এই মিলাদ মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং সর্বশেষে তবারক বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
রহমাতুল্লাহ যারা খালেদা জিয়াকে শেষ করতে চেয়েছিল, তারাই এখন নিশ্চিহ্ন
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের
খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের
মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে পালাল সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের