• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেনকে পুতিনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এ.এম.
ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন। তাঁর মন্তব্য এসেছে রাশিয়ার ট্যাংকারে হামলার পর। একইসঙ্গে দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। 
 
তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে। দ্বিতীয়ত যদি এসব দস্যুতা চলতে থাকে। আমরা সম্ভাব্যতা যাচাই করব-আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব-যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপর হামলার চালানোর কথা।’
 
যদি এগুলো না করা হয় তাহলে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়ে পুতিন বলেন, ‘সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে, তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কি না।’
 
এর আগে এক কর্মকর্তা ইউক্রেনের গোয়েন্দা সংস্থার জানায়, গত দুইদিনে রাশিয়ার বিভিন্ন স্থানে অন্তত তিনটি ট্যাংকারে হামলা করা হয়েছে। এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে। 

সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
শেখ হাসিনার ভারতে অবস্থান, সিদ্ধান্ত তার নিজস্ব: জয়শঙ্কর
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
বাংলাদেশে বাজার হারিয়ে ভারতে পেঁয়াজের ‘শেষকৃত্য’
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ
গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ