টপ নিউজ
ঘুড়ি আটকে পড়ায় সাময়িক বন্ধ ঢাকা মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পি.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। লাইনের তারে একটি ঘুড়ি আটকে যাওয়ায় বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ আগারগাঁও স্টেশনসহ অন্যান্য স্টেশন থেকে মাইকিং করে যাত্রীদের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও যাত্রী বিপ্লব কিশোর সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লাইনে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে, রোববার রাতে দুই কিশোর মেট্রোর ছাদে ওঠায় মেট্রোর চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, গত মঙ্গলবারও লাইনের ওপর একটি ব্যাগ পড়ে থাকার কারণে ২০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ রাখতে হয়েছিল।
ভিওডি বাংলা/জা






