• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে মিললো নবজাতক!

   ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষনিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ৪টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে গেলে ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পেয়ে খবর দেন ক্লিনিক কর্তৃপক্ষকে।

তাৎক্ষনিকভাবে শিশুটিকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। নবজাতকের অবস্থা প্রথমে গুরুতর হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানায় হাসপাতালের কর্তব্যরত সেবিকা।
 
এদিকে পুলিশ বলছে, সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের কর্মী স্বর্ণালী খন্দকার বলেন, ক্লিনিকের পরিচ্ছন্নতা কর্মী শিশুটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে তাৎক্ষনিক সেখান থেকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
 
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া আক্তার বলেন, নবজাতকের বয়স একদিন। জেলা হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা খারাপ ছিল। তাৎক্ষনিক সেবা প্রদান করায় উন্নতির দিকে যাচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, শিশুটির মা-বাবার পরিচয় খুঁজতে এরইমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এছাড়া সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জে ফার্নিচার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার
ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান পাপ্পার
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম