• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পি.এম.
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ফরম্যাটে বহুদিন ধরেই বাংলাদেশ দলের নাম ছিল দুর্বলদের তালিকায়। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে সেই ধারণা বদলে গেছে। সংক্ষিপ্ত ফরম্যাটেও এখন ধারাবাহিক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে টাইগাররা। নিজেদের দিনে বড় দলকেও হারিয়ে দিচ্ছে অনায়াসে। এর ধারাবাহিকতায় চলতি বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। এর আগে কোনো বছরই এত ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

২০০৭ সালে ফরম্যাটটি শুরু হলেও ২০২৫ সালকে এখন পর্যন্ত স্বপ্নের বছর বলা যায় বাংলাদেশের জন্য। এ বছর মোট ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৫টিতে জয় পেয়েছে লিটন–তামিম–মুস্তাফিজরা। বাকি ১৫ ম্যাচের মধ্যে ১৪টিতে হেরেছে বাংলাদেশ; একটি ম্যাচ হয়েছে ড্র।

এর আগে ২০২৪ সালে ২৪ ম্যাচে ১২ জয় পেয়েছিল বাংলাদেশ, সমানসংখ্যক ম্যাচে হারও ছিল ১২টি। নির্দিষ্ট কোনো বছরের হিসেবে তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে ২০২১ সালে—যে বছরে ২৭ ম্যাচ খেলে ১১টি জয় পেয়েছিল টাইগাররা এবং হেরেছিল ১৬টি ম্যাচ।

এ বছর শুধু জয়েই নয়, ছক্কা হাঁকানোতেও নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দুই শতাধিক ছক্কা হেরেছে টাইগাররা। বছরের শেষ ম্যাচে তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ ইমন ও জাকের আলীর ব্যাটে ভর করে ছক্কার রেকর্ডটিকে আরও উঁচুতে নিয়ে যায় দল।

২০২৪ সালে যেখানে বাংলাদেশের ছক্কা সংখ্যা ছিল ১২২, সেখানে ২০২৫ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২০৬—যা আগে কখনো ঘটেনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে পাকিস্তানি তারকাদের অংশগ্রহণে বড় শঙ্কা
বিপিএলে পাকিস্তানি তারকাদের অংশগ্রহণে বড় শঙ্কা
আর্সেনালের স্বস্তির জয়, অ্যানফিল্ডে থমকে লিভারপুল
আর্সেনালের স্বস্তির জয়, অ্যানফিল্ডে থমকে লিভারপুল
অপটার বিশ্লেষণে ২০২৬ বিশ্বকাপের ফেভারিট
অপটার বিশ্লেষণে ২০২৬ বিশ্বকাপের ফেভারিট