অবহেলার কারণে নষ্ট হয় ল্যাপটপ—জানুন সমাধান

ল্যাপটপ এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি ডিভাইস। পড়াশোনা, অফিসের কাজ, বিনোদন—সব ক্ষেত্রেই ল্যাপটপের ব্যবহার ব্যাপক। তবে সঠিক যত্নের অভাবে অনেক সময় ডিভাইসের কর্মক্ষমতা কমে যায় এবং নষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিছু সহজ অভ্যাসই ল্যাপটপকে দীর্ঘদিন ভালো রাখার নিশ্চয়তা দিতে পারে।
সহজ যত্নের টিপস
১. কুশন বা বিছানায় ল্যাপটপ ব্যবহার করবেন না
অনেকেই সোফা বা বালিশের ওপর ল্যাপটপ রেখে কাজ করেন। এতে নিচের ফ্যান বাতাস বের করতে পারে না, ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির ক্ষতি হয়।
২. নিয়মিত সফটওয়্যার আপডেট করুন
অনেক সময় ডিভাইস ধীরগতির হওয়ার কারণ হলো আপডেট এড়িয়ে যাওয়া। আপডেটে বাগ ফিক্স ও উন্নত পারফরম্যান্স যুক্ত থাকে, যা ল্যাপটপকে সচল রাখতে সাহায্য করে।
৩. ল্যাপটপ পরিষ্কার রাখুন
কীবোর্ডের ফাঁকে ধুলো-ময়লা জমে ভেতরের অংশে ঢুকে যেতে পারে। নিয়মিত পরিষ্কার করলে ক্ষতি কম হয় এবং ডিভাইসের আয়ু বাড়ে।
৪. মাঝে মাঝে ল্যাপটপ বন্ধ করে রাখুন
সবসময় স্লিপ মোডে রাখলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ চলতে থাকে। ল্যাপটপকেও বিশ্রাম প্রয়োজন—তাই মাঝে মাঝে পুরোপুরি শাটডাউন করলে ভালো ফল পাওয়া যায়।
৫. প্রয়োজন হলে সহজ কিছু আপগ্রেড করুন
বেশিরভাগ ল্যাপটপে RAM বাড়ানো বা ব্যাটারি পরিবর্তন করা সহজ। ইউটিউব টিউটোরিয়াল দেখে নিজেও করতে পারেন, না পারলে স্থানীয় রিপেয়ার সেন্টারে নিতে পারেন।
কেন ল্যাপটপ দীর্ঘদিন ব্যবহার করা জরুরি?
বিশ্বে ইলেকট্রনিক বর্জ্য বা ই-ওয়েস্ট দ্রুত বাড়ছে। শুধু নতুন ল্যাপটপ কিনে পুরনোটা ফেলে দেওয়া সমস্যার সমাধান নয়। অনেক দেশেই বর্জ্য নিষ্পত্তির নিয়মকানুন দুর্বল, ফলে এসব বর্জ্য প্রক্রিয়াজাতের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য তৈরি হয় স্বাস্থ্যঝুঁকি।
গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতি বছর বিশ্বে প্রায় ২০ লাখ টন ই-ওয়েস্ট বাড়ছে।
- বছরে ১.৪ মিলিয়ন টন ইলেকট্রনিক পণ্য কেনা হয় এবং প্রায় একই পরিমাণ ফেলে দেওয়া হয়।
- WRAP-এর তথ্য অনুযায়ী, ৪০% ই-ওয়েস্ট ল্যান্ডফিলে যায়।
- ১০% এরও কম পুনর্ব্যবহার করা হয়, যদিও বেশিরভাগই মেরামতযোগ্য বা ব্যবহারযোগ্য অবস্থায় থাকে।
সূত্র : Computer Aid
ভিওডি বাংলা/ আরিফ






