• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পি.এম.
বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান-ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, ফজলুর রহমান ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন এবং এ বিষয়ে আগামী ৮ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। ফজলুর রহমান তার মন্তব্যকে ‘ভুলে বলা’ স্বীকার করে আদালতের অনুকম্পা চেয়েছেন।

এর আগে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল তাকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দেন। ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ, নিরপেক্ষতা নিয়ে মন্তব্য এবং প্রসিকিউশনকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে শুনানি হয়।

২৩ নভেম্বর বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক’ টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে মানেন না বলে মন্তব্য করেন। ওই টকশোর ভিডিও ও পেনড্রাইভ ইতোমধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এবং কিছু অংশ আদালতে বাজানো হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ফজলুর রহমান ট্রাইব্যুনাল আইন না বুঝেই মন্তব্য করেছেন। শুনানিতে তাকে বিএনপির উপদেষ্টা ও সংসদ নির্বাচন-২০২৫ এ এমপি প্রার্থী হিসেবেও পরিচয় দেওয়া হয়।

একই দিনে ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাও। শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণায় অনুপস্থিত থাকার ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছিল। পরে তিনি আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
গুম মামলায় শেখ হাসিনা-কামালসহ ১৭ জনের শুনানি আজ
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট
অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি
প্রধান বিচারপতি অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি