টানা দ্বিতীয়বার নারী নেশনস লিগ জিতল স্পেন

স্পেন নারী দল আবারও প্রমাণ করল কেন তারা ইউরোপের সেরা। মাদ্রিদে নারী নেশনস লিগের ফাইনালের দ্বিতীয় লেগে জার্মানিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথম লেগে জার্মানির মাঠে গোলশূন্য ড্র করেছিল দুই দল। সেদিন সুযোগ নষ্টের হতাশায় পুড়েছিল জার্মানি। কিন্তু ফিরতি লেগে দৃশ্যপট পুরোই বদলে যায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণে দাপট দেখায় স্পেন, আর জার্মানি তাদের সামনে দাঁড়াতেই পারেনি।
ম্যাচের নায়িকা ছিলেন ক্লাউদিয়া পিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দুই গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন তিনি।
৬১তম মিনিটে বাম দিক থেকে কেটে ঢুকে এসথার গঞ্জালেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম গোল করেন পিনা। ৭ মিনিট পর ডান দিক থেকে তরুণ তারকা ভিকি লোপেজের চমৎকার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ হয়। আর ৭৪তম মিনিটে মাঝমাঠ থেকে একাই বল নিয়ে পিনার দুর্ধর্ষ শট ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করে—যা দিয়ে নিশ্চিত হয় স্পেনের শিরোপা।
ফ্রান্সকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জেতার পর এবারও ট্রফি উঠল স্পেনের হাতে। নারী ফুটবলে ইউরোপজুড়ে তাদের আধিপত্যের প্রমাণ মিলল আরও একবার।
ভিওডি বাংলা/ আরিফ







