এশিয়া কাপের গ্রুপিং চূড়ান্ত: বাংলাদেশের ম্যাচ কবে?

চলতি মাসেই শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি ও গ্রুপিং চূড়ান্ত করেছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে আটটি দল। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ।
তুলনামূলক সহজ গ্রুপেই রয়েছে টাইগার যুবারা। শ্রীলঙ্কা ছাড়া তাদের প্রতিপক্ষ নেপাল ও আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের, আগামী ১৩ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচে ১৫ ডিসেম্বর প্রতিপক্ষ নেপাল এবং গ্রুপের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর লড়বে শ্রীলঙ্কার সঙ্গে।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। গ্রুপ পর্বে সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে ১৪ ডিসেম্বর ভারত-পাকিস্তান। এর আগে উদ্বোধনী দিনে (১২ ডিসেম্বর) ভারত খেলবে আমিরাতের বিপক্ষে।
প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। দুটো সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২১ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠে। সব ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টা থেকে শুরু হবে।
বাংলাদেশের ম্যাচ সূচি
- বাংলাদেশ vs আফগানিস্তান — ১৩ ডিসেম্বর
- বাংলাদেশ vs নেপাল — ১৫ ডিসেম্বর
- বাংলাদেশ vs শ্রীলঙ্কা — ১৭ ডিসেম্বর
ভিওডি বাংলা/ আরিফ







