• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

‘স্বপ্নের নায়িকার’ সঙ্গে বিয়ের ৭ বছর

বিনোদন ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পি.এম.
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

বলিউড ও হলিউডের সুপারস্টার প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতির বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে নিক ইনস্টাগ্রামে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন-“আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।” 

এ তারকা দম্পতির বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে অভিনেত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন তার স্বামী নিক। মার্কিন পপ তারকা বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। 

এর আগে লন্ডনে প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে (১৮ জুলাই) নিক জোনাস তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সে বছরই ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াংকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারি মাসে এ দম্পতি সারোগেসি মাধ্যমে তাদের প্রথম কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান।

স্ত্রীকে মনের কথা জানাতে প্রিয়াংকার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ রয়েছে। বিবাহবার্ষিকীতে নিক জোনাস লিখেছেন-আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।

সামাজিক মাধ্যমে নিক ও প্রিয়াংকা দু'জনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যে কোনো আনন্দের ক্ষণ, কেউ-ই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। 

এই প্রেমকাহিনি শুরু হয়েছিল প্রিয়াংকা ও নিকের সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পর প্রিয়াংকা তার নম্বর শেয়ার করেন এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। এর পর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে। অবশেষে ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়।

 ২০২২ সালে সারোগেসি মাধ্যমে দম্পতি তাদের কন্যা মালতি মারি চোপড়া জোনাসকে স্বাগত জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে
শুটিং সেটে দুর্ঘটনায় আহত আরিফিন শুভ
শুটিং সেটে দুর্ঘটনায় আহত আরিফিন শুভ
শাকিব খানের ‘প্রিন্স’-এ অ্যালেন স্বপন চরিত্রে নাসির
শাকিব খানের ‘প্রিন্স’-এ অ্যালেন স্বপন চরিত্রে নাসির