অপটার বিশ্লেষণে ২০২৬ বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। ড্রয়ের মাধ্যমে জানা যাবে কোন দল কাকে পাচ্ছে গ্রুপে। তবে তার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপটা সুপারকম্পিউটার, যেখানে উঠে এসেছে শিরোপা জেতার সম্ভাব্যতার তালিকা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবার ৩২ নয়—৪৮ দল অংশ নেবে। ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। এখনো ৬টি জায়গা খালি আছে—যার মধ্যে ইউরোপীয় প্লে-অফ থেকে চার দল এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আসবে আরও দুটি দল।
অপটা সুপারকম্পিউটার যাদের শিরোপার ফেভারিট দেখছে
স্পেন — ১৭.০%
অসাধারণ ধারাবাহিকতায় টানা ৩১ প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত স্পেন (২৫ জয়, ৬ ড্র)। ভিসেন্তে দেল বস্কের সময়কার ৩০ ম্যাচের রেকর্ডও ছাড়িয়ে গেছে তারা। অপটার মতে, এবার শিরোপা জেতার সবচেয়ে বড় দাবিদার স্পেন—সম্ভাবনা ১৭%।
ফ্রান্স — ১৪.১%
প্রথমবার বিশ্বকাপে ফ্রান্সের অধিনায়ক হিসেবে খেলবেন কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলে ইতোমধ্যে ৫৫ গোল করা এই তারকার সামনে আছে জিরুর রেকর্ড ভাঙার সুযোগ। দল হিসেবে ফ্রান্সের সম্ভাবনা ১৪.১%।
ইংল্যান্ড — ১১.৮%
টুখেলের দল সার্বিয়াকে ৫-০ গোলে হারিয়ে শক্তি দেখিয়েছে। নতুন তারকা এলিয়ট অ্যান্ডারসন ডিক্লান রাইসের সঙ্গে দুর্দান্ত সমন্বয়ে মিডফিল্ডকে আরও সমৃদ্ধ করেছেন। শিরোপা সম্ভাবনা ১১.৮%।
আর্জেন্টিনা — ৮.৭%
২০২২ সালে মেসির ঐতিহাসিক বিশ্বকাপ পারফরম্যান্সের পর এবার আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা রক্ষা। বাছাইপর্ব শেষ করেছে শীর্ষে, কোপা আমেরিকার চ্যাম্পিয়নও তারা। সম্ভাবনা ৮.৭%।
জার্মানি — ৭.১%
২০১৪ সালের পর আর কোনো বিশ্বকাপ নকআউটে উঠতে পারেনি জার্মানি। কোচ নাগেলসম্যানের সামনে গোলকিপার থেকে মিডফিল্ড—একাধিক পজিশনে সমাধান খুঁজে বের করার চ্যালেঞ্জ। সম্ভাবনা ৭.১%।
পর্তুগাল — ৬.৬%
রোনালদো এখনো আলোচনার কেন্দ্রবিন্দু। নিষেধাজ্ঞামুক্ত থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন। প্রতিভাবান স্কোয়াডে ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্ডেসসহ আছেন রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের মতো অভিজ্ঞরাও। সম্ভাবনা ৬.৬%।
ব্রাজিল — ৫.৬%
একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিল এবার বাছাইপর্বে কিছুটা পিছিয়েছিল। আনচেলত্তির অধীনে দলে ধরা পড়েছে ওঠানামা। সম্ভাবনা ৫.৬%।
নেদারল্যান্ডস — ৫.২%
তিনবার ফাইনাল খেলে কখনো শিরোপা জেতেনি ডাচরা। ইউরো ২০২৪-এ সেমিফাইনালে উঠে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের সংখ্যা এবার উল্লেখযোগ্য। সম্ভাবনা ৫.২%।
ভিওডি বাংলা/ আরিফ







