• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি: মঈন খান

নরসিংদী প্রতিনিধি    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সংগৃহীত ছবি

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তিনি রাজনীতি করেছেন দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “বেগম খালেদা জিয়া আরাম-আয়েশের রাজনীতি করেননি। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসেই রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিজের জীবনকে নিবেদন করেছিলেন।”

সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন—নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেসার উদ্দিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী ও নির্বাহী সদস্য সজল মিয়া প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সাহেপ্রতাপ মাদ্রাসার মুততালিন মজিবুর রহমান নোমানি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীর দাড়ছিঁড়া নদীতে নাব্যতা সংকট
রাঙ্গাবালীর দাড়ছিঁড়া নদীতে নাব্যতা সংকট
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
আরাকান আর্মির হাতে টেকনাফের ৬ জেলে আটক
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত