• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করেননি: মঈন খান

নরসিংদী প্রতিনিধি    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সংগৃহীত ছবি

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তিনি রাজনীতি করেছেন দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সাহেপ্রতাপে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “বেগম খালেদা জিয়া আরাম-আয়েশের রাজনীতি করেননি। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসেই রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন তিনি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিজের জীবনকে নিবেদন করেছিলেন।”

সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন—নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেসার উদ্দিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী ও নির্বাহী সদস্য সজল মিয়া প্রমুখ।

দোয়া পরিচালনা করেন সাহেপ্রতাপ মাদ্রাসার মুততালিন মজিবুর রহমান নোমানি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
৬ মাস পর ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প