দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

শুষ্ক মৌসুমের শুরুতেই বায়ুদূষণে আবারও বিশ্বে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর সূচকে ঢাকার একিউআই স্কোর ৩০২ রেকর্ড করা হয়, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ছিল ঢাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ২৬৭। তৃতীয় স্থানে ২৩৪ স্কোর নিয়ে কলকাতা। চতুর্থ স্থানে ১৯৪ স্কোরসহ পাকিস্তানের লাহোর এবং পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার স্কোর ১৮৭।
একিউআই নির্দেশিকা অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই ঢাকার জন্য একটি বড় চ্যালেঞ্জ। শুষ্ক মৌসুমে ধুলার পরিমাণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয় বলে পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুমে ধুলাবালির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার বায়ুদূষণ দ্রুত বেড়ে যায়।
ভিওডি বাংলা/জা






